ভোলার দৌলতখান উপজেলায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে স্কুলে স্কুলে পোষাক, স্কুল ব্যাগ, খেলাধুলার উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলী আজম মুকুল। ব্যক্তিগত অর্থায়নে তিনি এ কার্যক্রম হাতে নিয়েছেন। শহীদ আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শ শিক্ষার্থীর হাতে স্কুল পোষাক, খেলার সামগ্রী তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ১০৫টি প্রাইমারি স্কুলে এ সুবিধা দেয়া হবে বলে জানান,সাংসদ মুকুল। এসময় স্কুল অর্ধ বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে সাংসদ মুকুল তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষা বিস্তারে কাজ করছি। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া শিক্ষার অগ্রগতি ব্যহত করছেন। পরীক্ষার মধ্যে হরতাল অবরোধ দিচ্ছেন। খালেদা জিয়ার রাজনীতির পতন হয়েছে। তিনি ক্ষমতায় থাকলেও বিপদ। আবার ক্ষমতায় না থাকলেও জাতির জন্য আপদ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র মো. জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, কলেজ শিক্ষক যুগান্তর দৌলতখান প্রতিনিধি শ, ম ফারুক প্রমুখ। ২০০ শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকার পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হচ্ছেন, চৌধুরী ইবতিদা আরতাহী, সালমা বেগম, রবিউল আলম, মাহিয়া আফরোজ, ফারিয়া আক্তার, শোভন শীল, জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার, জোবায়দা আউয়াল, তাহারাফ হোসেন, ফারজানা সারমিন, আকলিমা বেগম, আফরান তাসনিম, তামান্না তাবাছুম। পরীক্ষামূলক ৫টি স্কুলে ফিডিং ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যাপারে সমাজের স্বচ্ছল ব্যাক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মাধ্যমিক ও প্রাইমারি পর্যায়ের ৫০টি স্কুলে খেলাধুলার উপকরণও বিতরণ হয় । অমিতাভ অপু/এমজেড/এমএস