দেশজুড়ে

প্রচারণায় সাতক্ষীরা আ.লীগের ২২ প্রার্থী

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২২ জন নেতা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

জেলার চারটি আসনে মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের মন জয় করতে চাচ্ছেন। জনসমর্থনের পক্ষে প্রমাণ করতে কোমর বেঁধে মাঠে রয়েছেন অনেকেই।

তবে এরই মধ্যে প্রচারণার অংশ হিসেবে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার মাথায় মাটির ঝুড়ি নিয়ে বেশ আলোচনায় এসেছেন।

এ বিষয়ে সাতক্ষীরার সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জাগো নিউজকে বলেন, এটি জনগণের মাঝে বিভ্রান্তি। নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে যারা মাথায় মাটির ঝুড়ি তুলে এখন কাজ করছেন তারা কিন্তু এতদিন এটা করেননি। বোঝায় যায় উদ্দেশ্য জনসেবা নয় রাজনৈতিক। সুতরাং বিষয়টি হাস্যকর। তবে জনগণ এখন অনেক সচেতন।

তবে এমপি এসএম জগলুল হায়দার জাগো নিউজকে বলেন, তিনি সব সময় জনগণের সাথে ছিলেন এখনও রয়েছেন। শুধু এমপি হিসেবেই নয়। যখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম, তখনও সব সময় জনগণের সাথেই ছিলাম।

এদিকে সাতক্ষীরার চারটি আসনে যারা মনোনয়ন পেতে আগ্রহী লবিং গ্রুপিং চালাচ্ছেন তারা হলেন-

সাতক্ষীরা-১ আসন (তালা-কলারোয়া) : আলোচনায় ৭ প্রার্থী।

বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মুজিব, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল হক, সাবেক এমপি ও কালারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিএম নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। এই সাতজন প্রার্থী আলোচনায় রয়েছেন।

সাতক্ষীরা-২ আসন (সাতক্ষীরা সদর) : আলোচনায় ৬ প্রার্থী।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আ.হ.ম তারেক উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু, দৈনিক ভোরের পাতা সম্পাদক ড. কাজী এরতেজা হাসান জজ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন।

সাতক্ষীরা-৩ আসন (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জের একাংশ) : আলোচনায় ৫ প্রার্থী।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বর্তমান এমপি ডা. আ.ফ.ম রুহুল হক, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল জামায়েত হোসেন, নর্দান ইউনিভার্সিটির ভিসি প্রফসর ড. ইউসুফ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুনছুর আহমেদ, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) : আলোচনায় ৪ প্রার্থী।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি এসএম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আযম লেলিন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাঈদ মেহেদী।

দলীয় সূত্রে ও বিভিন্নভাবে আলোচনায় থাকা এসব প্রার্থীদের নাম জানা গেছে। তবে এর বাইরে আরও কেউ থাকতে পারে। যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চান। তবে জনসাধারণের দাবি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোগগ্রহণের বিষয়টি নিশ্চিত করা।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম