কয়েকদিন পরেই ঈদ। দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ৫০০ ঈদবস্ত্র বিতরণ করেছে ডামুড্যা দয়াল ভক্ত সমিতি।
সোমবার দুপুরে ডামুড্যা পৌরসভা সমিতির কার্যালয়ে দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ বস্ত্র বিতরণ করা হয়।
ডামুড্যা দয়াল ভক্ত সমিতির সভাপতি মো. নান্নু মিয়া খানের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝী, পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, সাবেক চেয়ারম্যান মমিনুল হক মিন্টু প্রমুখ উপস্তিত ছিলেন।
ডামুড্যা দয়াল ভক্ত সমিতির সাধারণ সম্পাদক শিপন পাইক অনুষ্ঠানটি পরিচালনা করেন।
ছগির হোসেন/আরএআর/জেআইএম