পর্তুগালে বাংলাদেশ ইসলামিক সেন্টার ও স্থানীয় বায়তুল মুকাররাম মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানী লিসবনে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে পর্তুগাল প্রবাসী মূলধারার বাংলাদেশি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
এ ছাড়াও ইফতার মাহফিলে পর্তুগালের সরকারি ও লিসবন সিটি কাউন্সিল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরা হলেন- দুয়ারতে কুরদেইরো (ভাইস মেয়র লিসবন মিউনিসিপ্যালিটি), জোয়াও আফন্সো (ডেপুটি মেয়র, লিসবন মিউনিসিপ্যালিটি), সেরজিও সিন্ত্রা (ভাইস প্রেসিডেন্ট, সান্তা কাজা লিসবন), মিগেল কোয়েলো (প্রেসিডেন্ট, জুন্তা ফ্রেগেসিয়া সান্তা মারিয়া মাইওর), পেদরো আসুন্সাও (সোসিয়ালিস্ট পার্টি কো-অর্ডিনেটর) এবং রোসিও (মারতিম, মনিজ জোন)।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন রানা তাসলিম উদ্দিন (সভাপতি, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন), লিসবনে বাংলাদেশ দূতালয় প্রধান মো. হাসান আব্দুল্লাহ তৌহিদ, কনস্যুলার কর্মকর্তা মোহাম্মাদ নুরুদ্দিন, অ্যাকাউন্টস অফিসার মোহাম্মাদ সামিউল।
আরও উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন নেতা ও পর্তুগাল বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম সিকদার, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব শোয়াইব মিয়া, লেহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরহাদ মিয়া, শওকত ওসমান, মোর্শেদ কামাল, ইউসুফ তালুকদার, দেলওয়ার হোসেন, হাবিবুর রহমান, মিডিয়াকর্মী এনামুল হক ও নাঈম হাসান পাভেল।
সব শেষে পর্তুগালে সম্প্রতি ভয়াবহ আগুনে নিহতদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররম মসজিদ, লিসবনের খতিব মাওলানা মো. আবু সাঈদ।
এমএমজেড/পিআর