দেশজুড়ে

সুন্দরবনে তিন বনদস্যু আটক

তিন বনদস্যুকে আটক করেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি নৌ-পুলিশ। এসময় একটি দেশীয় রিভলভার ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ও বিকেলে পৃথক অভিযানে বনদস্যুদের আটকের পর রাতে তাদের দেয়া তথ্যে উদ্ধার করা হয় এসব দেশীয় অস্ত্র।

আটক বনদস্যুরা হলেন, খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আমজাদ সরদারের ছেলে জালাল সরদার (৩০), আবুল বাসারের ছেলে আবুল হাসান (২৮) ও দলীয় প্রধান কয়রার গোলখালী গ্রামের আবুল মোছের গাজীর ছেলে মফিজুল ইসলাম নান্নু (৩০)।

বুড়িগোয়ালীনি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মামুন হোসেন জাগো নিউজকে জানান, মফিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সুন্দরবনে দস্যুতা করছে এমন তথ্য ছিল। এছাড়া অস্ত্র কেনা বেচার সঙ্গেও তারা জড়িত। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কনস্টেবল রফিক, মোজাম্মেল ও গৌতমকে তিনি দস্যু পরিচয় নিয়ে অস্ত্র ক্রয়ের কাজে নিয়োজিত করা হয়।

এক পর্যায়ে অস্ত্র ও টাকা লেনদেনের সময় সোমবার বেলা ১১টার দিকে জালাল ও আবুল বাসারকে পশ্চিম সুন্দরবনের কাঠেশ্বর টহল অফিসের পাশের সাপখালি খাল থেকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিকেলে শ্যামনগরের ডুমুরিয়া খেয়াঘাট থেকে একটি অস্ত্রসহ বাহিনী প্রধান মফিজুল ইসলাম নান্নুকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য রাতে আরোকটি অস্ত্র উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বলেন, অস্ত্র আইনে মামলার পর আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর