স্থপতি অধ্যাপক ড. নিজাম উদ্দিন আহমেদ বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো.আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন।
অধ্যাপক ড. নিজাম গত তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সময়ে ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত সেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি কমনওয়েলথের সম্মানিত স্কলার ও ফেলো। পাশাপাশি স্থাপত্য বিষয়ে একজন জনপ্রিয় লেখক।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, অকোসিস অব আর্কিটেক্ট, কিশোর বিশ্ব স্থাপত্য, ইন্ডস্ট্রিয়াল আর্কিটেকচার ফর ডেভেলপিং কান্ট্রিজ, অগ্নি নিরাপত্তা প্রভৃতি।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিজাম বাংলাদেশের সর্বোচ্চ ‘সিলভার টাইগার’ পদকধারী প্রশিক্ষক ও স্কাউট লিডার এবং ওয়ার্ল্ড স্কাউট ফাউন্ডেশন কর্তৃক ‘ব্যাডেন পাওয়েল ফেলো’ অর্জনকারী। পাশাপাশি তিনি রোটারি ক্লাবের চ্যার্টার প্রেসিডেন্ট ও ডোনার।
তার বেশকিছু স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে, বাংলাদেশ প্রফেশনাল বিশ্ববিদ্যালয় (বিইউপি), এমআইএসটি হোস্টেল, কুর্মিটোলা গলফ ক্লাব, এপেক্স ফুটওয়ার বিল্ডিং, রাঙামাটি ওয়াটরফল রিসোর্ট এবং ইন্টেরিয়ার ডিজাইনের মধ্যে রয়েছে ছায়ানট, শিল্পকলা একাডেমি নাট্যশালা, সেনাকুঞ্জ, রোভার পল্লী অডিটরিয়াম, গলফ গার্ডেন অডিটরিয়াম।
এমএ/এসআর/আরআইপি