ফিচার

আজকের জোকস : ১৮ মে ২০১৫

বল্টু : এক বোতল রক্ত দিন তো!নার্স : রক্তের group বলুন।বল্টু : যেকোনো একটা group হলেই চলবে।নার্স : কী করে চলবে!বল্টু : গার্লফ্রেন্ডকে রক্ত দিয়ে লাভ লেটার লিখবো। ***১ম চাপাবাজ : আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!২য় চাপাবাজ : কী বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি! ***শিক্ষক : ধ্রুব, বলতো এসিসি ACC- তে কী হয়?ধ্রুব : এশিয়ান ক্রিকেট কাউন্সিল।শিক্ষক : ভালো। এবার অয়ন বলতো বিবি BB-তে কী হয়?অয়ন : বাংলাদেশ ব্যাংক, স্যার।শিক্ষক : খুব ভাল, নন্দদুলাল তুমি এবার বলতো ইএসপিএন ESPN-এ কী হয়?নন্দদুলাল : সারা দিন শুধু খেলা দেখানো হয়, স্যার। এইচএন/পিআর