দেশজুড়ে

সৈয়দপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুরে চিকলী নামক স্থানে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনিরুল ইসলাম (৩৫) ও হারুন অর রসিদ (৩৬)। তবে তাদের সঠিক ঠিকানা নিশ্চিত করেত পারেনি তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল কাফি।

তিনি বলেন, মাইক্রোবাসটি দিনাজপুর থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদুল ইসলাম/এফএ/পিআর