নেত্রকোণায় দুলাল উদ্দিন নামের এক কৃষককে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদের আদালত।মামলার বিবরণে জানা যায়, নেত্রকোণার বারহাট্টা উপজেলার কেওয়ারাশি গ্রামের রজব আলীর ছেলে দুলাল উদ্দিন মণ্ডলকে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ডেকে নিয়ে আসামিরা কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে হাবিবুর রহমান, কলমাকান্দা থানার সারাকোণা গ্রামের মৃত আ. খালেকের ছেলে আলাল ও মৃত আবু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাসহ অপর এক আসামিকে খালাসের আদেশ দিয়েছেন আদালত। মামলার সাজাপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন। কামাল হোসাইন/এমজেড/পিআর