আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সভা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাট এবং ঢাকা-মাওয়া সড়কে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত করতে সচেতনতামূলক এ সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া ঘাট এলাকায় সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার বাসানো হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার সদস্য ও স্কাউট অবস্থান করবে।
তিনি আরও জানান, সিবোর্ট ও লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল না করে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। তাছাড়া ঈদের আগে থেকেই ঘাট এলাকায় ম্যাজিস্ট্রেট থাকবে। কোনো প্রকার অনিয়ম ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমএস