জাতীয়

সয়াবিন উৎপাদন ও বাজার ব্যবস্থা শক্তিশালী করার তাগিদ

‘সয়াবিন সাপ্লাই চেইন উন্নয়ন’ শীর্ষক একটি পলিসি সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশে সয়াবিন উৎপাদন ও বাজার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র উদ্যোগে আয়োজিত এই সভা ঢাকাস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, উন্নয়ন ও গবেষণা সংস্থা এবং প্রচারমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ আলোচনা অংশে বাংলাদেশে সয়াবিন উৎপাদন ও বাজার উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা মানুষের খাদ্য, পশুখাদ্য, মাছের খাদ্য এবং তৈল শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের ওপর জোর দেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া’র সভাপতিত্বে সভায় বাংলাদেশে সয়াবিনের উৎপাদনশীলতা বৃদ্ধিসহ বাজার ব্যবস্থার উন্নয়নে নানাবিধ সুপারিশ করা হয়। শহীদুর রশিদ ভুঁইয়া টেকসই পদ্ধতিতে সয়াবিন ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনশীলতা, সাপ্লাই এবং ভ্যালু চেইন উন্নয়নের জন্য সমন্বিত ও বহু-অংশীজনভিত্তিক উদ্যোগ গ্রহণ ও অধিকতর সরকারি-বেসরকারি-অংশীদারিত্বের (পিপিপি) ওপর গুরুত্বরোপ করেন। তিনি উন্নত জেনেটিক বৈশিষ্টসমৃদ্ধ সয়াবিনের জাত নিয়ে অধিকতর গবেষণার আহ্বান জানান।

সলিডারিডাড-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হাসান জানান, নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সলিডারিডাড গত সাড়ে চার বছর ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল) প্রকল্প বাস্তবায়ন করে আসছে।এ প্রকল্পের মাধ্যমে মৎস্য, দুগ্ধ, সবজি ও ফলচাষে নিয়োজিত ৫৮ হাজার ক্ষুদ্র কৃষককে টেকসই কৃষি পদ্ধতি ও উন্নত বাজার ব্যবস্থার সঙ্গে সংযোগ সৃষ্টিতে সহায়তা করা হচ্ছে।প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে সয়াবিন সাপ্লাই চেইন উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও জীবন জীবিকার মানোন্নয়নের উদ্দেশ্যে নোয়াখালী ও লক্ষীপুর অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র অ্যাডভাইজার (ফুড সিকিউরিটি) ওসমান হারুনী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য খাদ্যের সঠিক ব্যবহার এবং খাদ্যবৈচিত্র্য নিশ্চিত করার ওপর জোর দেন। বাংলাদেশের সয়াবিন খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও বাজারব্যবস্থার উন্নয়নে ডাচ সরকারের অব্যাহত সহায়তা থাকবে বলে তিনি জানান।

সভায় দুটো প্রেজেন্টেশন উপস্থাপন করেন চেঞ্জমেকারস-এর প্রধান নির্বাহী সৈয়দ তামজিদ উর রহমান এবং বীজ প্রযুক্তিবিদ ও সীড রেগুলেশন বিশেষজ্ঞ মো. শাহজাহান আলী। সৈয়দ তামজিদ উর রহমান সলিডারিডাড-এর অর্থায়নে পরিচালিত সয়াবিন ভ্যালু চেইন বিশ্লেষণের ফলাফল উপস্থাপন করেন।

তিনি জানান, গবেষণা থেকে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুর্যোগ সহনশীল শস্য হিসেবে বৃহত্তর জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সয়াবিনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তিনি বীজ উন্নয়ন, কৃষক ও বাজার ব্যবস্থায় নিয়োজিত বিভিন্ন পক্ষের সামর্থ উন্নয়ন, আচরণগত পরিবর্তন সংক্রান্ত যোগাযোগ উদ্যোগ গ্রহণ ও বহু-অংশীদারভিত্তিক সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল-এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ জালাল উদ্দিন সয়াবিনের পুষ্টিগুণ ও অর্থনৈতিক সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন।

এফএইচএস/ওআর/এমএস