দেশজুড়ে

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত ৬০নং মেইন পিলার ও ৮৮নং সাব পিলারের কাছে দুই দেশের প্রশাসনের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমন্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে খোশালপুর গ্রামের শহিদুল তরফদারের ছেলে সোহেল তরফদার ও শ্যামকুড় গ্রামের কওছার আলীর ছেলে হারুন-অর-রশিদের মরদেহ হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর সেক্টর কমান্ডার কর্নেল মাছুদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আর এফ মিন্স। 

পতাকা বৈঠকে অন্যান্যের মধ্যে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান, মেজর জসিম উদ্দিন, মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক হোসেন, ভারতীয় হাসখালি থানার ইন্সপেক্টর অনিন্দ বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ জুন (মঙ্গলবার) খোশালপুর গ্রামের শহিদুল তরফদারের ছেলে সোহেল তরফদার ও শ্যামকুড় গ্রামের কওছার আলীর ছেলে হারুন-অর-রশিদ সীমান্তের ওপারে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় সকাল ১০টার দিকে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি