ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে অবৈধভাবে ভারতীয় সীমান্তে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।
আহত গরু ব্যবসায়ী লতিফুর উপজেলার পশ্চিম হরিণমারী এলাকার আলিম উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে অবৈধভাবে লতিফুর রহমান গরু আনতে যান। এ সময় বিএসএফ সোনামতি ক্যাস্পের লতিফুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লতিফুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বিএসএফের সদস্যরা লতিফুরকে ভারতীয় ক্যাম্পে নিয়ে যায়।
ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ লতিফুরকে দেশে আনার জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
রবিউল আহসান রিপন/আরএআর/আরআইপি