দেশজুড়ে

করিমগঞ্জে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর শিশু অপহরণ ও গণধর্ষণ মামলার প্রধান আসামি রুমনকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও করিমগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার শরীফবাগ আমতলী এলাকা থেকে তাকে আটক করে। রুমন করিমগঞ্জ পৌর এলাকার আশুতিয়াপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে। তাকে করিমগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উল্লেখ্য, গত ১১ মে করিমগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে বাবার সাথে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার রামনগর এলাকায় রুমনের নেতৃত্বে একদল যুবক মেয়েটির বাবা, ভাই ও রিকশা চালককে মারপিট করে শিশুটিকে অপহরণ করে। একটি বিলের পাশে নিয়ে রাতভর তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। সকালে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে বিভিন্ন সংগঠন ধর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামে।নূর মোহাম্মদ/এসএস/আরআই