বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, তাই সকল কর্মকাণ্ড গণতান্ত্রিক পন্থায় পরিচালনা করে। যে কারণে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অনুমতি ছাড়া ইউনিয়ন, থানা এবং জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি করা যায়না। অথচ বিএনপির সকল পর্যায়ের দলীয় কমিটি যে কোনো সময় যে কেউ ভেঙ্গে দিতে পারে। এক্ষেত্রে তারা তাদের দলীয় নেত্রীর অনুমতিরও প্রয়োজন পড়েনা, কারণ তাদের দলীয় কর্মকাণ্ডে গণতন্ত্রের চর্চা নেই। সোমবার দুপুরে জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০ মে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলন যাতে সুষ্ঠভাবে পরিচালিত হয়, ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গণতান্ত্রিকভাবেই ২৭২ জন কাউন্সিলরের মাধ্যমে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হবে।সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ’র সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সুলতান আলম, সাংবাদিক মোস্তফা বাবুল, জাহাঙ্গীর সেলিম প্রমুখ। শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি