দেশজুড়ে

মহাসড়কে যানজট পরিস্থিতি স্বাভাবিক : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক। গত তিনদিন যানবাহনের ধীরগতি থাকলেও শনিবার স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বর্তমানে মহাসড়কে যানজট নেই।

শনিবার দুপুর ১২টায় গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, অন্যান্য বারের তুলনায় এবার সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম। মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকলেও পচনশীল পণ্যবাহী ও তৈরি পোশাক শিল্পের স্বার্থে সংশ্লিষ্ট গাড়িগুলো চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

এসময় তার সঙ্গে ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম