দেশজুড়ে

দৌলতদিয়ায় ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা

কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজারো মানুষ। রোববার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ঘরমুখো এসব মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। একই চিত্র ছিল লঞ্চঘাট ও বাস টার্মিনাল এলাকাগুলোতেও। তবে কোনো যানজট ও ভোগান্তি চোখে পড়েনি।

যাত্রীরা জানান, অন্যান্য বছর ঈদের সময় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ভোগান্তি থাকে চরমে। তবে এবার এ ঘাটে তেমন কোনো যানজট নেই। কোনো প্রকার ভোগান্তি ছাড়া বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা।

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি সহকারী ম্যানেজার রুহুল অামিন জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় থাকা চারটি ঘাটই বর্তমানে সচল রয়েছে। ১৯টি ফেরি দিয়ে চলছে পারাপার। ফলে ঘাটে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইনস্পেক্টর মৃদুল রঞ্জন দাস জানান, রাজবাড়ী পুলিশ সুপারের নেতৃত্বে দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। কোনো প্রকার ভোগান্তি ছাড়া মানুষ বাড়ি যেতে পারছে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম