দেশজুড়ে

নড়াইল পৌর এলাকায় প্রধান জামাত সকাল ৮টায়

নড়াইল পৌর এলাকায় ১৯টি স্থানে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে। ঈদের জামাতের সময়সূচিও নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া পুলিশ লাইন ঈদগাহ ও বরাশুলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সকাল সোয়া ৮টায় সদর থানা ঈদগাহে, সকাল সাড়ে ৮টায় নড়াইল জমিদার বাড়ি ঈদগাহ ময়দান, পুরাতন বাস টার্মিনাল মসজিদ, আনসার অফিস ঈদগাহ, পুলিশ ফাঁড়ি জামে মসজিদ, আলাদাতপুর জামে মসজিদ ঈদগাহ, মহিলা মাদরাসা ঈদগাহ, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, জেলা কারাগার সংলগ্ন ঈদগাহ ও আবু হুরায়রা (রা:) জামে মসজিদ ঈদগাহ ময়দানে, সকাল ৯টায় রুপগঞ্জ জামে মসজিদ, ভওয়াখালী ঈদগাহ ময়দান, বিজয়পুর ঈদগাহ ময়দান, মাছিমদিয়া ঈদগাহ ময়দান ও ভওয়াখালী উত্তরপাড়া ঈদগাহ ময়দানে এবং সকাল ১০টায় ভাদুলীডাঙ্গা জামাল সাহেবের চাউলের চাতাল ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, প্রতিটি ঈদগাহে শান্তি-শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও কাজ করবে বলে তিনি জানান।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম