লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি বাতিল করা হয়েছে। কমিটি ঘোষণার দুই দিনের মাথায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কমিটি দুটি বাতিল করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শ্রমিকলীগের সভাপতি মো. নুরুল হুদা বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, নতুন ঘোষিত পৌর কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলাম পৌরসভার ৫ নম্বর (সাতারপাড়া ও নন্দনপুর) ওয়ার্ড বিএনপির সদস্য এবং খোকা মিয়া হত্যা মামলার প্রধান আসামি।
দলীয় সূত্র জানায়, মো. শওকত আলী পাটওয়ারীকে সভাপতি, হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে উপজেলা ও মো. তৌহিদুল ইসলামকে সভাপতি, কামাল হোসেন পাটওয়ারীকে সাধারণ সম্পাদক মনোনীত করে পৌর শ্রমিকলীগের কমিটি ঘোষণা করা হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল হুদা ও সাধারণ সম্পাদক মো. শামছুল আলম এ কমিটি অনুমোদন করেন।
কমিটি ঘোষণার সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল হুদা বকুল বলেন, তৌহিদুল ইসলাম বিএনপি করে এটা আমার জানা ছিল না। বিভিন্ন অভিযোগে প্রেক্ষিতে রামগঞ্জ উপজেলা ও পৌর কমিটি বাতিল করা হয়েছে।
কাজল কায়েস/এফএ/জেআইএম