বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক মিঠাপুকুর থেকে পৌরসভার পরিছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিহত ব্যক্তির নাম কামাল শেখ (৬০)।
রবিবার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন পুকুরে কামালের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত কামাল শেখ বাগেরহাট সদরের বাদোখালী গ্রামের বাবুল শেখের ছেলে। বাগেরহাট পৌরসভায় চাকরির কারণে সে শহরের সরুই এলাকায় বসবাস করত।
বাগেরহাট মডেল থানার ওসি মাহাতার উদ্দিন জানান, হয়ত শনিবার বিকেলে মিঠাপুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে মারা যেতে পারে। তারপরও স্বাভাবিক কারণে বা অন্যকোনো অপ্রত্যাশিত কারণে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পৌরসভার ওই পরিছন্নতা কর্মী দীর্ঘ দিন ধরে পৌরসভায় কাজ করছে। ময়নাতদন্তের পর পুলিশ তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে।
শওকত আলী বাবু/এফএ/পিআর