রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন ও আদিতমারী উপজেলায় নিহত ১৩ জন ও আহতদের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী, লতাবর ও গোড়র ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমবেদনা জানান ও নিহতদেরকে ২০ হাজার এবং আহতদেরকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
এসময় লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার আপনাদের পাশে আছে। আপনাদের স্বাবলম্বী করতে যা যা করণীয় সরকার তা করবে।
তিনি নিহত ও আহত পরিবারগুলোকে তার মন্ত্রণালয় থেকে আরো ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহত হন। নিহতদের ১৩ জনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়।
রবিউল হাসান/এফএ/পিআর