এবার ঈদযাত্রায় নৌপথের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খাঁন। রোববার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও পারাপারের যে ব্যবস্থা নেয়া হয়েছে আমার মনে হয় তা সবচেয়ে ভালো হয়েছে।
তিনি আরও বলেন, আমি আশা করি সবাই খুব সন্তুষ্ট। কোনো ভোগান্তি নেই। নদীর অবস্থা ভালো। আর লঞ্চেও অতিরিক্ত কোনো যাত্রী বহন করার সংখ্যা কম। প্রয়োজনে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে।
এদিকে, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহাম্মেদ শিমুলিয়া ঘাট পরিদর্শন করে ঘাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানান।
এসময় হেলাল উদ্দীন আহাম্মেদ বলেন, ঘাটের ব্যবস্থাপনা অনেক ভালো। তবে অতিরিক্ত ভাড়ার চেয়ে যাত্রীর নিরাপদ যাত্রার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। নৌপথের সকল দিকটা এবার খুব ভালোয় ভালোয় কেটেছে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ও কর্মকর্তারা।
ভবতোষ চৌধুরী নুপুর/জেডএ