বিনোদন

মিডিয়ার সামনে যা বললেন সালমান (ভিডিও)

হিট এন্ড রান মামলায় দোষী প্রমাণিত হয়েছিলেন বলিউডের ব্যাড বয় খ্যাত সালমান খান। তাকে ৬ মে পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছিলো মুম্বাইয়ের আদালত। তবে জামিনে মুক্তি পেয়ে সালমান এখন ব্যস্ত সময় পার করছেন কাশ্মিরে তার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’এর শুটিং নিয়ে।কিন্তু এই মামলা বিষয়ে কোনো কথাই তিনি বলেননি মিডিয়ার কাছে। তাই অপেক্ষা ছিলো কবে সালমান মুখ খুলবেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বজরঙ্গি ভাইজান ছবির সেটেই তিনি সাংবাদিকদের জানালেন নিজের কথাগুলো। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন বিপদে পরেছিলাম তখন সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। কেউ কেউ আমার জন্য রোজাও রেখেছেন। আর এই জন্য আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে। আমি জানিনা, মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কি না। প্রিয় মানুষদের এই দায় কোনো কিছুতেই শোধ করতে চাই না আমি।’  এসময় কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য নিয়েও তিনি বললেন, ‘আমরা শুধু শুধু টাকা খরচ করে সুইজারল্যান্ড যাই। কিন্তু পৃথিবীর স্বর্গখ্যাত এই কাশ্মীরের কথা মনে থাকে না। এমন সুন্দর প্রকৃতি এই গ্রহবাসীকে ঈশ্বরের বিশেষ উপহার।’জম্মু ও কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন না কেন জানতে চাইলে সালমান মজা করে বলেন, ‘শুধু কাশ্মীর কেন? আমি পুরো ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো।’কাশ্মীরের একটি দরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছেন সালমান। এ বিষয়ে তার মন্তব্য, ‘মানুষের জীবনকে উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন তা আমি করব। আমি সব সময় সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব। এতে নিজের আত্মার উন্নয়ন হয়।’এক সাংবাদিক এসময় সালমান খানকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। জবাবে বিয়ে কবে করছেন সে কথায় না গিয়ে রসিকতা করে নায়ক বলে উঠেন, ‘আমি যদি বিয়ে করি এবং হানিমুন করতে কাশ্মীরে আসি তাহলে তো আপনারা ভিডিও করে ফেলবেন। তাই কাশ্মীরে অন্তত হানিমুন করতে আসবো না।’

এলএ