সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার উন্নয়ন প্রকল্পের জন্য একটি সম্বনিত রেট সিডিউল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনির্ধারিত আলোচনায় তিনি এই নির্দেশ দিয়েছেন। বৈঠকের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উদ্দেশ্য করে বলেছেন, সরকারের উন্নয়ন কাজে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর জন্য আলাদা আলাদা দর নির্ধারণ করা হয়। এটি কেন? একটি সম্বনিত রেট সিডিউল থাকা দরকার। পরিকল্পনা মন্ত্রণালয় এটি চূড়ান্ত করতে পারে। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পরিকল্পনা মন্ত্রণালয়কে দ্রুত এটি চূড়ান্ত করতে বলেন।সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী এটি প্রয়োজনে নির্দিষ্ট মেয়াদ পর পর হালনাগাদ করতে বলেছেন। তিনি বলেছেন, ১/২ বছর পর পর এই রেট সিডিউল হালনাগাদ হতে পারে। এতে করে সরকারের ব্যয় রোধ হবে।একনেকের সভায় প্রধানমন্ত্রী নগরায়ন ও শিল্পায়নের সময় জলাধার করারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নগরায়ন ও শিল্পায়নের সঙ্গে সঙ্গে জলাধার রাখতে হবে এলাকাগুলোতে। এটি অত্যন্ত জরুরি।এসএ/আরএস/এআরএস/পিআর/আরআই