বিনোদন

সরকারি অনুদানের ছবিতে রত্না

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা রত্না। ইতিহাসের মতো বেশ কিছু সুপারহিট ছবি তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে। মাঝে খানিকটা সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় অনিময়মিত ছিলেন অভিনয়ে। তবে রত্নার ভক্তদের জন্য সুখবর হলো আবারো সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন প্রিয় নায়িকা। সিনেমা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। নতুন করে শুরু করেছেন ‌‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ শিরোনামে সরকারি অনুদানের একটি সিনেমার শুটিং।গেল ১৮ মে থেকে বিএফডিসিতে অভিনেতা ড্যানি সিডাকের পরিচালনায় সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু করেন এ অভিনেত্রী। এ সিনেমাটির সার্বিক ত্বত্তাবধানে থাকছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমা প্রসঙ্গে রত্না বলেন, ‘সরকারি অনুদানের ছবিতে কাজ করা আনন্দের বিষয়। এ ছবিগুলো হয় গল্প নির্ভর। চরিত্রেরও গভীরতা থাকে। আশা করছি দর্শকদের প্রত্যাশার পূরণ করতে পারবো।’   এ সিনেমাটিতে চিত্রনায়িকা রত্নার বিপরীতে অভিনয় করছেন সাজিদ ইফতেখার। এতে গান থাকছে মোট তিনটি।রত্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টাইম মেশিন। এছাড়া সত্যরঞ্জন রোমান পরিচালিত পরান পাখি সিনেমায় পাখি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমা কিছু অংশের শুটিং বাকি আছে। পাশাপাশি নষ্ট মুন্না, কঠিন লড়াই, অরুণ বরুণ কিরণমালা এ সিনেমাগুলোর শুটিং শেষ করে এখন মুক্তির অপেক্ষা আছে।এলএ