মাদারীপুর জেলার শিবচরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক ট্রাস্ট এর অর্থায়নে উচ্চ মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হুসাইনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তন ভবনে এ উপবৃত্তি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘বর্তমান সরকারের সময়ে নারীরা সমাজে পিছিয়ে নেই। নারীদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট গড়ে তুলেছেন। সেই ট্রাস্টের অর্থ থেকে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার পথকে আরো গতিশীল ও সহজ করার জন্য উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এটা বর্তমান সরকারের একটা যুগোপযোগী সিদ্ধান্ত।’তিনি আরো বলেন,‘মাদারীপুর জেলার শিবচরের শিক্ষার হারকে আমরা অতীতের তুলনায় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো সম্প্রসারণ ও আধুনিক করেছি। যেখানে কোনো ভবন ছিল না সেখানে ভবন করেছি। এ সবই করা হয়েছে শিক্ষার মান উন্নয়নের জন্য। আমরা এই শিবচরকে শিক্ষার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যে আমাদের শিক্ষার্থীদের আন্তুরিকতার সাথে শিক্ষা গ্রহণ করে আগামীর দিনগুলোর নেতৃত্ব দিতে হবে’।শিক্ষার মান উন্নয়ন ও নানা বিষয় নিয়ে আরো বক্তব্য দেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকসোনা ইয়াসমিন ছুটি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা ও নুরুল আমিন, বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল প্রমুখ।প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়ক ট্রাস্টের অর্থায়নে শিবচরের ডিগ্রি ও সমমান পর্যায়ের ৩৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার ৯শত টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এ কে এম নাসিরুল হক/এসএস/এমএস