মতিঝিলে ককটেল বিস্ফোরণ ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন ২৩ জুলাই ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকিয়া পারভীন সময়ের এই আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।এর আগে মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন পিছানোর জন্য সময়ের আবেদন করেন। উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর মতিঝিল থানা এলাকায় পর পর দুইটি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন মামলাটি দায়ের করেন। পরের বছর ১৪ ডিসেম্বর মতিঝিল থানার উপ-পরিদশক (এসআই) এস এম আজিজুল হক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জেআর/এমএস