বাংলাদেশ ট্যুরিজম উন্নয়ন ফাউন্ডেশনের (বিএফটিডি) আয়োজনে আগামী ২১ মে থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক ট্যুরিজম মেলা-২০১৫।মঙ্গলবার সকালে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ. এম. হাকিম আলী।উক্ত সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মেলায় বাংলাদেশসহ মোট ১৫টি দেশের ৫৫ টি এয়ারলাইনস, হোটেল-মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর অংশগ্রহণ করবে। মেলায় স্টল থাকছে ১৩৫টি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই মেলা।মেলা উদ্বোধন করবেন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।জেআর/আরআইপি