জাতীয়

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

এক হাজার ৫৯১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।মুস্তফা কামাল জানান, ১ হাজার ৫৯১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে আট প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জিওবি (সরকারি) ১ হাজার ৫৬৫ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২৫ কোটি ৫০ লাখ টাকা।একনেক সভায় রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। যাতে মোট ব্যয় হবে ১২৭ কোটি ৫০ লাখ টাকা। ১৩৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ‘বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক উন্নয়ন সংশোধিত প্রকল্প ছাড় দেওয়া হয়েছে। গাজীপুর-আজমতপুর ইটাখোলা সড়কের চরসিন্দুর শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ১১৯ কোটি ৯৮ লাখ টাকা। ‘এনহ্যান্সমেন্ট অব অপারেশনাল ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্টগার্ড’ প্রকল্পের মোট ব্যয় ৪৬৮ কোটি ২৩ লাখ টাকা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ৫৫ কোটি ৪৮ লাখ টাকা। চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পোল্ডার নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২০৯ কোটি ৮৯ লাখ টাকা।এছাড়া, কুড়িগ্রাম জেলায় তিস্তায় নদীর ভাঙ্গণ রোধে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৮৪ লাখ টাকা। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে  ৪২০ কোটি ৮২ লাখ টাকা।এসএ/আরএস/আরআইপি