দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ট্রলি চাপায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রলি চাপায় আব্দুল মজিদ (৮০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা কাঁচা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুর ইউনিয়নের সনগাঁও গ্রামের মৃত দবির উদ্দীনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মজিদ ফামের্সী হতে ওষুধ কিনে রাস্তা পার হওয়ার সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তা হতে ঠাকুরগাঁওগামী ট্রলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রলি ফেলে ড্রাইভার পালিয়ে যায়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, নিহতের লাশ ও ট্রলিটিকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে ।

রবিউল এহসান রিপন/এমএমজেড/এমএস