মিয়ানমারের মেরুল্লা সীমান্ত এলাকা থেকে পাঁচ মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে গরু ব্যবসায়ীদের মাধ্যমে তাদের উদ্ধার করে বিকেলে থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার কল্যাণপুর এলাকার রেজাউল করিমের ছেলে রবিউল ইসলাম (১৮) ও সাইদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৫), ঝিনাইদহের হাটবাকুয়া মগরখালীর মুশফিকুর বিশ্বাসের ছেলে মনজুর বিশ্বাস (১৭) ও শরিফুল সরদারের ছেলে রুবেল সরদার (২৪) এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচাট সাকারিবাগ এলাকার আলীম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩৮)। বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের আকিয়াব থেকে গরু বোঝাই একটি ট্রলার টেকনাফে ফেরার পথে দেশেটির মেরুল্লা সীমান্তে পাঁচ ব্যক্তিকে দেখতে পেয়ে বাংলাদেশি পরিচয় দেওয়ায় তাদের ট্রলারে তুলে নেয়া হয়। ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় আসলে ঐ পাঁচ ব্যক্তিকে বিজিবির হাতে তুলে দেয় ব্যবসায়ীরা। পরে বিওপির সুবেদার মো. জজ মিয়া তাদের আটক দেখিয়ে টেকনাফ থানায় সোপর্দ করে। টেকনাফ-৪২ বিজিবি অধিনায়ক আবু জার আল জাহিদ জানান, গত ২ মাস আগে কক্সবাজারের মহেশখালী এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে দালাল চক্র তাদের ফিশিং বোটে করে সাগরে নিয়ে যায়। গত ১৭ মে দালাল চক্রের সদস্যরা তাদের মিয়ানমার সীমান্তে মেরুল্লার চরে রেখে চলে যায়। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি