দেশজুড়ে

পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫ জন

পাবনার বেড়ায় জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কৈটোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে মতিন (৩০), আসাদুল (২৩), জোনাব আলী (৪০) ও সাহেবকে (৩৫) গুরুতর আহত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমিজমা নিয়ে বিরোধে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সামা মোল্লা গ্রুপের সঙ্গে বিএনপি নেতা মোশাররফ হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। আর এরই জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়গ্রুপের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।তিনি আরো জানান, ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ব্যাপক ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মতিন ও আসাদুলের বাড়িতে হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।একে জামান/এআরএ/আরআইপি