কিশোরগঞ্জের করিমগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে আবদুস সালেক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত সালেক রহিমপুর গ্রামের আবদুল মোতালিবের ছেলে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানায়, দুদিন আগে নিহত আবদুস সালাকের শিশুপুত্র হানিফের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের অন্য শিশুদের ঝগড়া হয়।
এ ঘটনার জেরে আজ সকালে রহিমপুর গ্রামের জসিম ও মহসিনের লোকজন বিভিন্ন অস্ত্র নিয়ে সালেকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় অটোরিকশায় হাসপাতালে নেয়ার পথে দ্বিতীয় দফা হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আহত হয় আরও কয়েকজন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে রেফার্ড করা হয়। দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূর মোহাম্মদ/এফএ/জেআইএম