জাতীয়

রাজবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

রাজবাড়ী সদর উপজেলায় বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মুড়ারীপুর এলাকায় কাজী নজরুল ইসলাম মাস্টারের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে এ সংঘর্ষ হয়।আহতদের বাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, কাজী নজরুল ইসলামের ছেলে কাজী ময়দুল ইসলাম ফারুক (৩৭), একই এলাকার ইউপি সদস্য আব্দুল খালেক মোল্লার ছেলে ইসলাম মোল্লা (২৬), মান্নান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩০) ও আলমগীর মোল্লা (১৭)।প্রত্যক্ষদর্শীরা জানায়, মুড়ারীপুর এলাকার নজরুল মাস্টারের বাড়ির পাশ দিয়ে মানুষের যাতায়াতের একটি পথ রয়েছে। সেটির কিছু অংশ পুকুরের মধ্যে পড়ে যাওয়ার মানুষ চলাচলে নজরুল মাস্টারের জমি ব্যবহার করেন। ওই জমিতে নজরুল মাস্টার ও তার ছেলেরা সীমানা প্রাচীর নির্মাণের প্রস্তুতি নিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য  ও এলাকার গণ্যমান্যরা মানুষের চলাচলের সুবিধার্থে এক ফুট জায়গা ছেড়ে দিয়ে প্রাচীর নির্মাণে অনুরোধ করেন।অনুরোধ উপেক্ষা করে প্রাচীর নির্মাণকাজ শুরু হলে ইউপি সদস্য খালেক মোল্লার ছেলে ইব্রাহিমসহ ৪০/৫০ জন এসে তাতে বাধা দেয়। দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।  ঝামেলা শুরু হয়। এতে কয়েকজন আহত হন।রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বিশ্বাস জানান, এলাকায় সবাই মিলে বসে বিষয়টি মীমাংসা করা হবে।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।রুবেলুর রহমান/এসআর