ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফুর রহমান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা পারভীনকে অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পিতবার ভোরে একটি ঘরে আপত্তিকর অবস্থায় এলাকার জনগণ তাদের আটক করে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে তুলে দেন। পরে চেয়ারম্যান তাদের পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদী হয়ে অনৈতিক কার্যকলাপ করার অপরাধে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে ইউপি সদস্য আলতাফুর রিনার বাসায় গেলে বৃহস্পতিবার ভোরে এলাকার জনগণ তাদের আটক করে ঘরে বন্ধ করে রাখে। পরে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে আলতাফুর ও রিনাকে তুলে দেয়া হয়। পরে চেয়ারম্যান তাদের পুলিশে সোপর্দ করে।
মো. রবিউল এহসান রিপন/এএম/পিআর