রাজনীতি

বিএনপি এখন নাটক পার্টি : দীপু মনি

সালাহউদ্দিন আহমেদের ঘটনার মধ্য দিয়ে বিএনপি এখন ‘নাটক পাটি’ নামে খ্যাতি পেয়েছে। এছাড়া বিএনপিকে মানুষ এখন ‘নোংরা পার্টি’ এবং ‘নেতিবাচক পার্টি’ বলেও জানে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ ওই আলোচনা সভার আয়োজন করে।দীপু মনি বলেন, বিএনপিকে কেউ বলে নোংরা পার্টি, কেউ বলে নেতিবাচক পার্টি, সর্বশেষ তারা সালাহউদ্দিনকে নিয়ে যে নাটক করেছে, এ জন্য অনেকে তাদের ‘নাটক পার্টি’ও বলে থাকেন। বিএনপি আজ মিথ্যার ওপর ভর করে রাজনীতি করছে। এ কারণেই বিলীনের পথে দলটি।বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেত্রী আরো বলেন, তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যা করতে চেয়েছে। তাই তাদের চেহারা দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে।বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়ন দুটি হাত ধরে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, অনেকে বলে বর্তমান সরকার সিঙ্গাপুরের লি ওয়ান ও মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো গণতন্ত্রকে সরিয়ে দেশের উন্নয়ন করতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়ন একই সঙ্গে করছেন। লি ওয়ান ও মাহাথির মোহাম্মদ গণতন্ত্রকে এক পাশে সরিয়ে রেখে দেশের উন্নয়ন করেছেন। কিন্তু শেখ হাসিনা গণতন্ত্র এবং উন্নয়নকে একসঙ্গে নিয়ে দেশের উন্নতি করছেন।সংগঠনের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিরিন নাঈম পুনম এমপি প্রমুখ।এএসএস/এসএইচএস/বিএ/আরআই