সম্প্রতি সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ জল্লাদ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরির জন্য আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তবে শিরশ্ছেদে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। খবর দ্য গার্ডিয়ানদেশটির অফিসিয়াল প্রেস এজেন্সির তরফে জানানো হয় চলতি বছরেই ৮৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির রায় কার্যকর করা হবে। গতবছরও মোট ৯০ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে দেশটি। এদের মধ্যে ৩৮ জনকে মাদক সংক্রান্ত দায় এবং বাকিদের খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা শীর্ষ দেশের মধ্যে তিন নম্বরে সৌদি আরব রয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা হঠাৎ করে কেন বেড়ে গেল- এ বিষয়ে কোনো কিছু পরিষ্কার করেনি দেশটির কর্তৃপক্ষ। জেআর/এমএস