রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় গৌতম কুমার সরকার (২৮) নামের এক অনার্স পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের সাধুরমোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন চালকসহ ঘাতক বাসটিকে আটক করে পুলিশে দিয়েছে। নিহত গৌতম ওই ইউনিয়নের পারিশো দূর্গাপুর গ্রামের সুনিল কুমার সরকারের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিহত গৌতম বাড়ি থেকে বের হয়ে বাজার যাওয়ার উদ্দেশ্যে উপজেলার সাধুরমোড় এলাকায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলো। এসময় চৌবাড়িয়া থেকে রাজশাহীগামী বিসমিল্লাহ পরিবহন (ঢাকা-জ-৪৩৬৩) নামের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন চালকসহ ঘাতক বাসটিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ব্যাপারে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘাতক বাসসহ তার চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। শাহরিয়ার অনতু/এসএস/এমএস