নোয়াখালী জেলার চৌমুহনীতে আকবর হোসেন (৩৩) নামে স্থানীয় এক যুবলীগ কর্মীর জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে চৌমুহনীর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ড্রেন থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। সে পৌর এলাকার আমিনাগো বাড়ির আবদুল হাকিমের ছেলে।বেগমগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও চৌমুহনী পৌর এলাকার দায়িত্বে নিয়োজিত টাউন দারোগা (টিএসআই) ইকবাল বাহার চৌধুরী জানান, সকাল ১০ টার দিকে চৌমুহনী করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ড্রেনের মধ্যে হাত-পা বাঁধা এবং জবাই করা আকবর হোসেনের মৃতদেহ বস্তা ভর্তি অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।তিনি আরো জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে পূর্ব শক্রতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ হত্যার ব্যাপারে আরো তদন্ত করছে।মিজানুর রহমান/এসএস/এমএস