সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। এদিকে টানা ১১ কার্যদিবস দর বাড়ছে শেয়ারবাজারে। লেনদেনেও রয়েছে চাঙাভাব।বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৭১ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৩০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪০টির দাম বেড়েছে, কমেছে ১১৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার।এআরএস/পিআর