অর্থনীতি

খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ জুন অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী বাছাইয়ের জন্য ৩১ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। শেষ হওয়া অর্থবছরে খুলনা পাওয়ারের শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩০ পয়সা, শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২২ টাকা ৮১ পয়সা।এসআই/এএইচ/এমএস