দীর্ঘদিন ধরে ইতালি বিএনপির নেতা-কর্মীরা কমিটি বিহীন সভা সমাবেশ করে আসলেও নতুন কমিটি করার ক্ষেত্রে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রীন সিগনালের অপেক্ষায় ছিল। সম্প্রতি সেই সিগনাল পাওয়ার পর নতুন কমিটিতে পদ পেতে নেতা-কর্মীরা রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছে।গত কয়েক মাসে আগে ইতালি বিএনপির কমিটিকে তারেক রহমান বিলুপ্তি ঘোষনার করার পর সিনিয়র নেতা কর্মীরা গোলক ধাঁধার মধ্যে পড়ে। ফলে দলের অভ্যন্তরে চলে বিভক্তির লড়াই। ইতালি বিএনপির ত্যাগি নেতারাও পদ নিয়ে এক বিভিষিকাময় সময় পার করছেন। পদ পাওয়া নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে এখানকার নেতা-কর্মীদের মাঝে।এদিকে সাবেক সভাপতি লকিৎ উল্লাহ পূনরায় নতুন কমিটিতে তার পদ বহাল রাখার জন্য তিনি লন্ডনে তারেক রহমানের সাথে গিয়ে দেখা করেন। এছাড়াও আরো অনেক সিনিয়র নেতারা ভিন্ন ভিন্নভাবে তারেক রহমানের সাথে সাক্ষাত করেছেন। কিন্তু তাতে তেমন কোন ভাল ফলাফল আসেনি। তাই কে হবেন ইতালি বিএনপির আগামীর পথ নির্দেশক। এরকম সংশয় কাজ করছে নেতাদের মাঝে। সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হিরা এ প্রতিবেদককে জানান যুক্তরাজ্য বিএনপির কমিটি গঠনের পর আমাদের মনে সস্থি এসেছে। আশা করি খুব শীঘ্রই ইতালি বিএনপির কমিটি করার ঘোষনা আসবে। আমি আশার আলো দেখতে পাচ্ছি। দলের নেতা কর্মীরা মনে করেন কমিটি গঠন হওয়ার পর দলের মধ্যে যে,অভ্যন্তরীন কোন্দল রয়েছে। তা শেষ হয়ে দল আরো বেশী সক্রিয় হয়ে উঠবে।জেআর/পিআর