দেশজুড়ে

বাউফল ছাত্রলীগ সভাপতিসহ ৩১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ছাত্রলীগকর্মী লিঙ্কন মাহমুদ বাদী হয়ে বাউফল থানায় এ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচ মাস পূর্বে ছাত্রলীগকর্মী লিঙ্কন বাজাজ কোম্পানির একটি মোটরসাইকেল ক্রয় করেন। এরপর থেকেই তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন আসামিরা।

চাঁদা না দেয়ায় যখন তার কাছে মোটরসাইকেল চাইবেন তখনই তাদের কাছে মোটরসাইকেল তুলে দিতে হবে বলে হুমকি দেন আসামিরা।

ওই চাঁদার টাকা না দেয়ায় ২১ জুন (বুধবার) বিকেল ৪টার দিকে বাউফল পৌরসভা ভবনের সামনের সড়কে আসামিরা তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেন আসামিরা।

বাউফল থানা সূত্রে জানা গেছে, এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে লাঞ্ছিতের ঘটনায় গত ২৫ জুন (রোববার) দ্রুত বিচার আইনে উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন।

এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল পৌরসভা শাখা যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দেয়া হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি