নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তার স্ত্রী ও দুই কন্যাসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রাইভেটকার নিয়ে সপরিবারে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে হাবিবুর রহমান, তার স্ত্রী নাজমা হক, মেয়ে অন্তরা ও বাবলী এবং চালক নিশান আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাবিবুর রহমানসহ দুর্ঘটনায় আহতদের ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম