দেশজুড়ে

ডিমলায় বালু পরিবহনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নীলফামারীর ডিমলায় রাস্তায় বালু পরিবহনকে কেন্দ্র করে ঝুনাগাছচাপানী ইউনিয়নের এক ইউপি সদস্যের সঙ্গে ট্রলির মালিকদের সংঘর্ষে জাহেদ আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্যসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন জাহেদ আলী (৫০), আমিনা বেগম (৪৫), মোজাফ্ফর হোসেন (৪০), মশিয়ার রহমান (৪৫), মনছুর আলী (৩০), আব্দুর রশিদ (৩০), ইউপি সদস্য আমিনুর রহমান (৫০), তার ছেলে হাসানুর রহমান (২৮) ও হাবিবুর রহমান (২৫), জামাতা আসাদুজ্জামান (৩০), তার ভাই নুরল হক (৬৫), নুর হোসেন (৩৫) ও ভাতিজা শাহিন আলম (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝুনাগাছচাপানি ইউনিয়নের বিন্যাকুড়ি এলাকার আব্দুর রশিদ রাস্তা দিয়ে ট্রলি নিয়ে বালু পরিবহন করার সময় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জাহেদ আলীর অবস্থায় আশঙ্কাজনক হলে তাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে জাহেদ আলী মারা যান।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় ইউপি সদস্যসহ সাতজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

জাহেদুল ইসলাম/এএম/জেআইএম