মাদারীপুরের কালকিনিতে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে কালকিনি উপজেলার কয়ারিয়া ময়দানে এ ঘটনা ঘটে। এরা হলেন, আলি আকবর ও ফিরোজ খান। আলি আকবর বরিশালের মুলাদী উপজেলার বিলমারী গ্রামের আলিম খানের ছেলে এবং ফিরোজ খান বরিশালের মুলাদী উপজেলার চরভাটামারা গ্রামের মৃত মখসের খানের ছেলে।পুলিশ জানায়, কালকিনি পৌর এলাকার জনারদন্দী এলাকায় মঙ্গলবার রাতে একটি মটরসাইকেল খোয়া যায়। এসময় পুলিশ একজনকে আটক করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে কালকিনি উপজেলার কয়ারিয়া ময়দানে মটরসাইকেল উদ্ধার করতে গেলে ছিনতাইকারী চক্র পুলিশকে হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের গুলিতে আলি আকবর (৩৫) ও ফিরোজ খান (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকারীরা পুলিশকে হামলা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।একেএম নাসিরুল হক/এসএস/এমএস