দিনাজপুরে বজ্রপাতে মো. ওয়ালীল হোসেন (২৯) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. শাহীন (২৪) এবং মো. জামাল (২৩) নামে আরও দুই জন। বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর শহরের শেখপুরা এলাকার শেখ জাহাঙ্গীর কবরস্থান মাজার এলাকায় ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।নিহত ওয়ালীল হোসেন ও আহত মো. শাহীন সদর উপজেলার শেখপুরা গ্রামের মো. ওয়াজ উদ্দীনের ছেলে এবং আহত মো. জামাল একই এলাকার মোঃ. আব্দুল মোতালেবের ছেলে।স্থানীয় পৌর কাউন্সিলর সুমন জানান, সকালে উপজেলার শেখপুরা এলাকার শেখ জাহাঙ্গীর কবরস্থান মাজার এলাকায় একদল কৃষি শ্রমিক ধান কাটতে যায়। সকাল সাড়ে ১১টায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মো. ওয়ালীল হোসেন (২৯), মো. শাহীন (২৪) এবং মো. জামাল (২৩) নামে ৩জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়ালীলকে মৃত ঘোষণা করে।কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তি (ওসি) একেএম খালেকুজ্জামান বজ্রপাতে হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এমদাদুল হক মিলন/এসএস/এমএস