কুমিল্লায় সাড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার কুমিল্লা পুলিশ লাইন মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম বিপিএম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম এরশাদুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহিদুল্লাহ কায়সার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, এনএসআইয়ের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর-কুমিল্লার তত্ত্বাববধায়ক মো. শরিয়ত উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ, মো. জাহাঙ্গীর হোসেন, শরিফুল ইসলাম, ডিবি’র ওসি একেএম মঞ্জুর আলম, কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ। অনুষ্ঠান শেষে পুলিশ লাইন মাঠে ৩৪ হাজার ৯ বোতল ফেনসিডিল, ২ হাজার ৪০৭ কেজি গাজা, ইয়াবা, হেরোইন, যৌন উত্তেজক ট্যাবলেট ও তরল পানীয়, বিভিন্ন রকমের মদ ধ্বংস করা হয়। পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য ৩ কোটি ৪১ লাখ ৩৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে এসব মাদকদ্রব্য জেলার বিভিন্ন থানা, ডিবি ও কোর্টের মালখানায় ছিল।মো. কামাল উদ্দিন/এসএস/পিআর