হানিমুন করতে কক্সবাজারে যায় নবদম্পতি আরিয়ান ও নিতা। সেখানে গিয়ে এক ভয়ানক ফাঁদে বন্দি হয় তারা। তানভীর নামের এক যুবক নিতাকে অপহরণ করে। একদিন ঘুম থেকে সকালে ওঠে আরিয়ান দেখে নিতা বিছানায় নেই। এদিকে আরিয়ানের আগের প্রেমিকা সুজানা হোটেলে আসে। শুরু হয় নতুন ঘটনা। এমনই প্রেমের এক জটিল গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘ট্র্যাপ’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান। বর্তমানে কক্সবাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শ্যামল মওলা, অহনা, তানভীর ও আমব্রিন। পরিচালক জানালেন, খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে নাটক ‘ট্র্যাপ’। এলএ