সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯৯ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের গ্রেফতার কারা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার পৌর এলাকার ঝিকিড়া তালুকদারপাড়ার মখলেছুর রহমানের ছেলে আরমান হোসেন (৩৫) ও পৌরসভা এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের মোহাম্মাদ বাবলুর ছেলে মোহাম্মাদ মমিন (২৫)।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ও হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, আরমান ও মমিন আলী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। এরা দুজনই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর মধ্যে আরমনাকে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার ঝিকিড়া তালুকদারপাড়ার বটতলা থেকে আরমানকে ও ভোর রাতে এনায়েতপুর গুচ্ছগ্রাম থেকে মমিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর